1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩০৫ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার কোতয়ালী উত্তর গোপিনাথপুর এলাকার মৃত ইমান মোল্লার ছেলে বাদশা মোল্লা (২৯), ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান গ্রামের আফতাব মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪০), ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগাহ গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (২৮) ও রাকিব মন্ডল (২২)।

বুধবার বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, বুধবার ভোরে ৫টার দিকে নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মো. মোস্তফা কামালসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত্রীকালীন ডিউটি করছিলেন। পিত্তিতলা খালপাড় এলাকার জসিম উদ্দিনের বাড়ির সামনের রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা মোল্লা, জাহিদুর রহমান, রেজাউল মন্ডল, রাকিব মন্ডল কে আটক করা হয়। আরও একজন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায়। তারা সবাই বান্দুরা পিত্তিতলা এলাকায় ভাড়া থাকতেন এবং দীর্ঘদিন ধরে ডাকাতির সাথে জড়িত।

ওসি সিরাজুল ইসলাম শেখ আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের নিকট হতে ২টি খেলনা পিস্তল, ১টি ডেগার, ৩টি চাপাতি, ১টি চাকু, ১টি কাটার, ১টি হাতুড়ি, ২টি চাইনিজ কুড়াল, ৪টি টর্চ লাইট, ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় নবাবগঞ্জ থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ