ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী বিদ্যাপিঠ হাসনাবাদ সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান ও শিক্ষামেলা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রামস মি. জেমস গমেজ।
অনুষ্ঠানের শুরুতে নৃত্য ও গানের মাধ্যমে অতিথিদের বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীর প্রাণবন্তর উপস্থিতি অনুষ্ঠানটি আরো আকর্ষনীয় হয়ে উঠে।
এসময় শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরী শিক্ষা গ্রহণের আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভনিং বডির সভাপতি রেভাঃ ফাদার স্ট্যানিসলাউস গমেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা।
এসময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম, বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার যোসেফ তরেন পালমা, শিক্ষানুরাগী ডাঃ রফিকুল ইসলাম, সেন্ট থেকলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালী কস্তা প্রমূখ।
Leave a Reply
You must be logged in to post a comment.