ঢাকার দোহারের নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে আলোকিত নয়াবাড়ি কার্যক্রমের অংশ হিসেবে সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বাহ্রাঘাটে এ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা অন্ধকারকে আলোকিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনটির প্রশংসা করে।
সংগঠনটির সদস্যরা জানান, পর্যায়ক্রমে নয়াবাড়ির বাহ্রাঘাট হতে শুরু করে অরঙ্গবাদ জিরো পয়েন্ট ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ চারশত স্থানে এ সড়ক বাতি স্থাপন করা হবে।
প্রবাসী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন নান্নু, দোহার উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক তৈয়বুর রহমান তরুণ, সংগঠনটির প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, মনির হোসেন ভূইয়া, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, সাবেক সাধারন সম্পাদক শহিদ খান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সড়জ কুমার, সোহরাব তালুকদার, সেকেন্দার আলী মোল্ল্যা, নজরুল ইসলাম লিটন, বকুল মেম্বার, রাশেদুল ইসলাম রশিদ, আব্দুল মান্নান, আলী শিকদার, আব্দুল আওয়াল, মারুফ খান, কামাল খান, আবুল আলী, রফিকুল ইসলাম রবিউল, রাকিব হোসেন, প্রবাসী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জনি, লাভলু, আশিক, সাকিব, সবুজ সহ আরো অনেকে।
এছাড়া প্রবাস থেকে ভার্চুয়ালী সংযুক্ত থাকেন সংগঠনটির সভাপতি শেখ আমিনুল ইসলাম ঝিলু, সাধারন সম্পাদক আব্দুল কাদের শিকদার দিপু, সিনিয়র কার্যকরী সদস্য মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি ফারুক মাদবর, মনির খান, নুর আলম খান, মোঃ কাউয়ুম, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ, কোষাধ্যক্ষ শামীম হোসেন, ত্রান সম্পাদক তোফাজ্জল হোসেন, সহকারী মীর শাহিন, প্রবাসী কল্যান সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক জসিম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হাবীব হোসেন, সহকারী ইবরাজ খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, আলম হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিবুল হাসান দিনার।
Leave a Reply
You must be logged in to post a comment.