সেন্টমার্টিনে অভিযান পরিচালনা করে ৪৯ হাজার ২ শত পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, বুধবার দিবাগত রাত ১২ টায় সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাট সংলগ্ন এলাকায় বস্তা কাঁধে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। তার ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে সাদা রং এর একটি বস্তা ঝোঁপের ভিতর ফেলে দিয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশী করে ৪৯ হাজারে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কোস্ট গার্ড।
জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন