ঢাকার নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে মো. মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূর আলম ফলাফল ঘোষণা করেন।
সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১জন প্রার্থী। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে শাহ আজিজুর রহমান, মো. আইয়ূব আলী, অনিল কুমার চক্রবর্তী এবং অর্থ সম্পাদক পদে মো. ইমরান খান।
এর আগে আরও ২৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন