ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তিন হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার দক্ষিণ রাজেন্দ্রপুরের বাস স্ট্যান্ড এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ ফয়সাল মোল্লা (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ওই দুই তরুণ পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তারা কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছে থেকে আনুমানিক ৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা মূল্যের ৩ হাজার ৭৮টি ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মাদক আইনে মামলা দিয়ে তাদের দক্ষিণ কেরানীগঞ্জ হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন