1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী থেকে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে র‌্যাব-১০ এর উপমহা-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মোঃ নাজু মিয়া (২৩) ও মোঃ বজলুর রহমানকে (২৬) কেরানীগঞ্জের চুনকুটিয়া ও যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে মোঃ সেলিমকে (৫০) গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে ও দুপুরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ওই তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের নিকট থেকে ২০৬ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ২৫০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

মাদক আইনে মামলা দিয়ে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হহস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ