1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

জাতীয় শ্রমিক লীগের চূড়াইন ইউনিয়ন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে

ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের নির্দেশে সংগঠনকে শক্তিশালী করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোস্তফা কামালকে সভাপতি ও মনির হোসেন কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রি- বার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি এ কমিটি ঘোষনা করেণ।

সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম.এ হামিদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক সুজন আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক শাহীন ফকিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা এসএম সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, চুড়াইন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তিতাস, সাবেক ছাত্রলীগ নেতা জান্নাতুল ফেরদৌস, শ্রকিকলীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ