ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় মৃত লাশ দাফন কাফন মানবিক টিমকে ইত্তেহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার গালিমপুর ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে এ স্মারক দেয়া হয়।
এ ছাড়াও এ পর্যন্ত করোনায় মৃত লাশ দাফন করায় মানব সেবায় বিশেষ ভুমিকা স্বীকৃতি স্বরূপ টিমের জিম্মাদার হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জীকেও সম্মাননা স্মারক প্রদাণ করা হয়।
ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি মুফতি সালাউদ্দিনের হাত থেকে এ সম্মাননা স্মারক গ্রহন করেণ উপজেলা লাশ দাফন কাফন টিম ও টিমের জিম্মাদার।
উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য মুফতি আল আমীন,মুফতি বাহারুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ।
মন্তব্য করুন