বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে দোহার উপজেলার বেগম আয়েশা স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে শীতের পোশাক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী, বেগম আয়েশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম সহ অনেকে।
জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গার্ল গাইডিং হল একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক সংগঠন। একজন বালিকা বা কিশোরীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে মূলত এর অগ্রযাত্রা। কাজেই নীতি নৈতিকতা নিয়ে এগিয়ে চলা গার্ল গাইডের সদস্যরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
মন্তব্য করুন