1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় র‌্যাবের সাথে ‘গোলাগুলিতে’ দুই যুবক নিহত হয়েছে। সোমবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা।

র‌্যাব সূত্রে জানা যায়, গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দল, এমন খবরে সেখানে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোরে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনেন। এ সময় সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ