1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

কঠোর লকডাউন বাড়ল ১৪ জুলাই পর্যন্ত

প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৭৮২ বার দেখা হয়েছে

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়ল। আজ সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১ জুলাই থেকে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নেয়। এই বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

এই সময়ের মধ্যে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত রয়েছে।

এদিকে, মহামারি করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর লকডাউনের পঞ্চম দিনেও ঢাকার দোহার ও নবাবগঞ্জের কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রশাসনের পাশাপাশি বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ