1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

উদয়ন আন্তঃকাপ ফুটবল টুর্ণামেন্টঃ ডাইনামাইটসকে হারিয়ে শাইনপুকুর বয়েজ ক্লাবের জয়

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১০৩৯ বার দেখা হয়েছে

মঙ্গলবার দোহার উপজেলার শাইনপুকুর বড় বাড়ির মাঠে শুরু হয়েছে উদয়ন আন্তঃকাপ ফুটবল টুর্ণামেন্ট। টুর্ণামেন্টের প্রথম দিনেই শাইনপুকুর প্রগতি সংঘ বনাম শাইনপুকুর টিম এভেঞ্জারস অব শাইনপুকুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শাইনপুকুর গ্রগতি সংঘকে হারিয়ে ২-১ গোলে জয় পায় টিম এভেঞ্জার অব শাইনপুকুর।

আজ বুধবার দ্বিতীয় দিনের খেলা শাইনপুকুর বয়েজ ক্লাব (নীল জার্সি) বনাম শাইনপুকুর ডাইনামাইটস ক্লাব (সাদা জার্সি) মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে দু’দলই আক্রমণ পাল্টা আক্রমনের চেস্টা করে গোলের দেখা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধের বিশ মিনিটের মাথায় ৯ নম্বর নীল জার্সি পরিহিত খেলোয়ার রিপনের গোলে ১-০ তে এগিয়ে থেকে জয় পায় শাইনপুকুর বয়েজ ক্লাব।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবু সাইদুর রহমান (খোকা মিয়া), মশিউর রহমান ছালে, সাজ্জাত হোসেন লিটু।

খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আব্দুল বাতেন, সহকারী রেফারি জামাল হোসেন ও মোঃ শরীফ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ