প্রিয়বাংলা নিউজ২৪:
একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশজুড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ জানান, সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
পুলিশের অনুমতি পেয়েছেন কিনা জানতে চাইলে বেলাল আহমেদ বলেন, অনুমতি দিলেও হবে না দিলেও সমাবেশ হবে।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে কিছু বলা হয়নি। তবে আমাদের সব প্রস্তুতি আছে। সমাবেশ হবেই। আমরা আশা করছি শেষ সময় পুলিশ অনুমতি দেবে।
এর আগে রোববার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একাদশ নির্বাচনের বর্ষপূর্তির দিনে সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
মন্তব্য করুন