1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৬৭৭ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের (২,৩,৪ ও ৫ নং ওয়ার্ড) উদ্যোগে বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন (শনিবার) বিকেলে রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের পার্শ্ববর্তী গোয়ালবাড়ী মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শফিউল আজম খান বারকু এবং আলতাফ হোসেন বিপ্লব।

রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোলাইমান জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদ উদ্দীন সানজিবের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুর হুদা মাষ্টার, শেখ শাহাবুদ্দিন সাহা, হাজীআবু সিদ্দিক, নাসিম হোসেন অপু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, বদিউল আলম, সাবেক চেয়ারম্যান হাজী সলিমুল্লাহ, কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহবায়ক মোঃ মনির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা নেতাকর্মীদের দুই নৌকায় পা না রাখার আহবান জানান, এবং আগামীতে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মূল্যায়নে ব্যাপারে জোর দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ