1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

দোহারে ভেজাল সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

দোহারে ভেজাল সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
  • আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৬৬৪ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সেমাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এ অভিযান পরিচালনা করে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবু মো.সালেহ সহ র‌্যাব সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রায়পাড়া ইউনিয়নের বৌ বাজার এলাকায় একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরি করা হচ্ছিল সেমাই। বিভিন্ন মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে এবং ভেজাল সেমাই খাদ্য তৈরি ও বাজারজাতকরণ এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৫০ ধারায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। পরে ভেজাল সেমাই মাটিতে পুঁতে নষ্ট হয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রশাসন ভেজালবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ