1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

ইফতার সামগ্রী পৌছে দিবে স্বেচ্ছাসেবকলীগের ‘মানবতার গাড়ী’

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৬৯৪ বার দেখা হয়েছে

দোহার ও নবাবগঞ্জের ১০ হাজার পরিবার পাচ্ছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী। দুটি “মানবতার ভ্যানগাড়ি” ঘরে ঘরে পৌছে দিবে এসব ইফতার সামগ্রী।

শুক্রবার বিকেল ৫টায় দোহারের নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নির্মল রঞ্জন গুহ বলেন, আমাদের মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ সময়ে স্বেচ্ছাসেবক লীগ সর্বাত্মকভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এ দুর্যোগ মোকাবিলায় প্রতিটি গ্রাম, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় নেতাকর্মীরা মিলে সর্বাত্মকভাবে মানুষের পাশে দাড়াবো।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, দোহার ও নবাবগঞ্জে ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌছে দিতে দুটি “মানবতার ভ্যানগাড়ি”উদ্বোধন করা হলো। যা দেশের প্রতিটি প্রান্তে অনুকরণীয়’ উদাহরণ হয়ে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রবাসী কল্যান সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আবু জাফর, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাহাবুব বেপারী, সহ-সভাপতি শফিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক শেখ রুনু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি টুটুল গুহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিব বেপারী প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ