ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুরের এক কৃষি জমিতে ২০ কেজি ওজনের মিষ্টি আলু চাষ হয়েছে। গতকাল গালিমপুরের সূর্যখালী এলাকার ঈদগাহ মাঠ থেকে থেকে আলুটি তোলেন স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম। শনিবার বিশাল আকৃতির আলুর খবর জানাজানি হলে অনেকে তা দেখতে আসেন।
স্থানীয় সৌখিন কৃষক তাজুল ইসলাম জানান, শখের বসে তিনি ঈদগাহ মাঠে কিছু মিষ্টি আলুর লতা রোপন করেন। গতকাল আলু ওঠাতে গিয়ে তিনি একটি বড় মিষ্টি আলু পান। যার ওজন হয়েছে ২০ কেজির উপরে। এছাড়াও ২-৩ কেজি ওজনেরও বেশ কিছু আলু মিলেছে সেখানে। সরকারী সংশ্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে আগ্রহ প্রকাশ করেন তাজুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান বলেন, বিষয়টি আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। ২০ কেজি ওজনের আলুটি সংরক্ষণ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।
স্থানীয় বয়স্ক অনেকেই বলেন, সাধারণত এক দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়। মিষ্টি আলু এত বড় হয় তা তারা কখনো দেখেননি এমনকি শোনেননি। জমি থেকে আলু উঠানোর পর এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে। তাজুলের বাড়িতে এত বড় আলু দেখতে লোকজন ছুটে যাচ্ছেন
Leave a Reply
You must be logged in to post a comment.