মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে স্বাধীনতা ট্রফি সিক্স এ সাইড ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নয়নশ্রীর তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
তাশুল্লা অনির্বাণ সংঘ আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু এবং উদ্বোধক হিসেবে কৃষিবিদ প্রদীপ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণের পর ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তব্যে মাদক নেশা থেকে বিরত থাকতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন অতিথিরা।
টুর্ণামেন্টে নক আউট ভিত্তিতে মোট ৮টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় হাগ্রাদী ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পলাশ চৌধুরী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, তাজুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। খেলায় মিডিয়া পার্টনার ছিল প্রিয়বাংলা নিউজ২৪.কম।
মন্তব্য করুন