ঢাকার দোহারে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে উপজেলার বাস্তা গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
ফাইনাল খেলায় উত্তর জয়পাড়া ফ্রেন্ডস ক্লাব বনাম কাজিরচর স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন। খেলায় উত্তর জয়পাড়া ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করেন। ম্যাচ সেরা পুরস্কার পান কাজির চর ক্লাবের ইয়াসিন।
বিশেষ অতিথি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিয়ষক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর বিষয়ক সম্পাদক রুহুল দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাফর ইকবাল লাভলু, ব্যবসায়ী সাইফুর রহমান টুটুল, মাহমুদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ফারুক উজ্জামান, কুসুমহাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি কাদের মন্ডল, তারিকুল ইসলাম (স¤্রাট চিশতী) সহ আরো অনেকে।
খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুপম গুহ নয়ন।
মন্তব্য করুন