1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের পাশে নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৮৪৭ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ভর্তি ফরম বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের অর্থায়নে এ ভর্তি ফরম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি শেখ আমিনুল ইসলাম ঝিলু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের টিপু শিকদার সহ নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও সদস্যদের এলাকাবাসীর পক্ষ থেকে এধরনের কর্মকান্ডের জন্য শুভেচ্ছা জানান।

কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াত হোসেন নান্নু।

৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে ৭০ জন দুস্থ মেধাবী শিক্ষার্থীদের ভর্তির সম্পূর্ণ অর্থায়ন বহন করেন নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশন।

সংগঠনের সিনিয়র কার্যকরী সদস্য মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডাঃ বিল্লাল, মো. শহীদ খান, বিশ্বজিৎ গুহ টুটুল, রফিকুল ইসলাম রবিউল, রাকিব, শামছুদ্দিন মেম্বার, আরব আলী মেম্বার, বকুল মেম্বার, শাহজাহান পত্তনদার চিনু, মান্নান মাদবর, আতাউল খান, জাহিদুল ইসলাম, জাহিদ আব্দুর রব, আঃ রশিদ, ইলিয়াস হোসেন জনি, হাসিবুল হাসান দিনার, মো. সাকিব হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির প্রধান সমনয়কারী মনির হোসেন ভূইয়া।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ