ঢাকার দোহারের জামালচর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় স্থানীয় আবুল কালামের বসতবাড়ীতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তাভোগী আবুল কালাম জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১২ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, ২ টি মোবাইল ফোন, ১২টি শাড়ি, ৬টা থ্রিপিছ, ও ৬টি বিদেশি কম্বল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির বাহিরে আরও কয়েকজন অবস্থান করছিলো বলেও জানান তিনি।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক ভাবে আমরা ডাকাতির আলামত পেয়েছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.