মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট।
শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার লটাখোলা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
এ সময় তারা দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৪০টি সামাজিক সংগঠন ও বিদ্যালয়ে ২ হাজার গাছের চারা বিতরণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট জাতীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক মো. আরিফুল্লাহ, দোহার থানার এস আই জাহিদ, নবাবগঞ্জ উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি শেখ রতন, দোহার উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি ইমরান খান রাজ, সাধারণ সম্পাদক নুর হোসেন আকন, দোহার পৌরসভার সভাপতি আব্দুর রহমান রুবেল, রফিকুল ইসলাম জয়, মো. ফাহিম প্রমুখ।
পরে নিজ অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আতিকুর রহমান আতিক।
Leave a Reply
You must be logged in to post a comment.