জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাবেক সফল ছাত্রনেতা খলিল দেওয়ানকে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খলিল দেওয়ান নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন ছাত্রসমাজের সাধারণ সম্পাদকের পদ দিয়ে রাজনীতি সক্রিয় হন। এর আগে তিনি নবাবগঞ্জ উপজেলা ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি এবং নবাবগঞ্জ উপজেলা ছাত্রসমাজের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রসমাজের শিক্ষাবিষয় সম্পাদক, সহসম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত পান্নু দেওয়ানের ছেলে। খলিল দেওয়ান বলেন, দোহার-নবাবগঞ্জে জাতীয় ছাত্রসমাজ ‘ছাত্রদের পাশে দাঁড়িয়ে’ সব ধরনের ভালো কাজ করতে চায়।
Leave a Reply
You must be logged in to post a comment.