জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন ঢাকার নবাবগঞ্জের নাসিফ। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মারুফ তালুকদার প্রিন্স ও সদস্য সচিব আরিফ আলির এক সাংগঠনিক আদেশে এ কমিটির অনুমোদন দিয়েছেন।
জানা যায়, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ নাসিফ উদ্দিন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্রসমাজের সাধারণ সম্পাদকের পদ দিয়ে রাজনীতি সক্রিয় হোন। এরপর তিনি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। তিনি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামের মোঃ সালাউদ্দিন এর ছেলে।
মোঃ নাসিফ উদ্দিন বলেন, দোহার-নবাবগঞ্জে জাতীয় ছাত্রসমাজ ‘ছাত্রদের পাশে দাঁড়িয়ে’ সব ধরনের ভালো কাজ করে সাথে থাকতে চান বলে জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.