1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব, সম্পাদক আতাউর সানী

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

ঢাকার দোহার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নিউজ ৩৯ এর সম্পাদক মু. তারেক রাজিব ও সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির ঢাকা দক্ষিণের প্রতিনিধি মো. আতাউর রহমান সানী হিসেবে নির্বাচিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলায় অবস্থিত দোহার প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক সুজন হোসেন ও সাইফুল ইসলাম বিজয়ী প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

এ ছাড়া আরো কিছু পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী একক প্রার্থী হিসেবে সকলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে সমকালের প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি পদে মো. অলি আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক পদে এশিয়ান টিভির প্রতিনিধি আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের দর্পণের প্রতিনিধি নাজনীন শিকদার, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. শরীফ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মো. আসাদ মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের প্রতিনিধি মো. কামাল হোসেন ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. আল আমিন হোসাইন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ