করোনা সংকটে কষ্টে থাকা দোহার উপজেলার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘গুড নেইবারস’ নামে একটি এনজিও সংস্থা। বুধবার (৮ জুলাই) উপজেলার আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ৩১৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে সংস্থাটি।
খাদ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ সহ গুড নেইবারস’এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ইউএনও ফিরোজ মাহমুদ উপস্থিত সবাইকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.