ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত দরিদ্র রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেছে জনকল্যানমূলক সংগঠন স্যামস-৯২।
বুধবার (১ জুলাই) উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। এ সময় রোগীদেরকে চিকিৎসা প্রদান করেন আজগর আলী হাসপাতালের ক্লিনিক্যাল স্টাফ ও স্যামসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. কাজী মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন, স্যামস-৯২ এর সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পংকজ কুমার ঘোষ, স্যামস-৯২’র ত্রাণ কমিটির আহব্বায়ক মোশাররফ হোসেন সহ স্যামসের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.