1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

দোহারে সাংবাদিকের উপর হামলা: ৫ দিনেও আটক হয়নি অভিযুক্তরা

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৮২৬ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলায় অনলাইন নিউজ পোর্টাল নিউজ৩৯ এর সাংবাদিক আসিফ সজলের উপর হামলার ঘটনার ৫ দিনেও আটক হয়নি অভিযুক্তরা। গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত আসিফ সজল প্রিয় বাংলা নিউজ ২৪কে জানায়, সে তার নিজ বাড়িতে একটি বেঞ্চ বানিয়েছিলো। সেই বেঞ্চে স্থানীয় সোহেল, বাবু ও রাকিব নামের তিন যুবক বসে আড্ডা দিত এবং মাদক সেবন করতো। আসিফ বিষয়টি দেখতে পেয়ে ওই বেঞ্চটি ভেঙ্গে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল, বাবু এবং রাকিব আসিফের বাড়িতে এসে তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা এগিয়ে এসে আহত আসিফকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আসিফ বাদী হয়ে দোহার থানায় বোরহান উদ্দিনের ছেলে সোহেল, তারা মিয়ার ছেলে বাবু এবং মোহান মেম্বারের ছেলে রাকিব নামে তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন বলেন, ওই হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ