ঢাকার নবাবগঞ্জে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে সার্বিক আলোচনা করা হয়। এসময় উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে জনগণের মধ্যে সচেতনা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় নির্বাচনী আচরণ বিধির বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়।
এরআগে অবহিতকরণ সভার শুরুতেই উপস্থিত সকলের হাতে গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে শীর্ষক একটি লিফলেট বিতরণ করা হয়।
ইউপি সদস্য আব্দুল রাজ্জাকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নোয়াব হোসেন শিকদার।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য হারুন অর রশিদ. মো. সিদ্দিক, মোক্তার বেপারী, ডনবস্কো ডি রোজারিও, মোসা. মিনি আক্তার ও রুমা বেগম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মন্তব্য করুন