ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ঢাকা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় চলমান শীত মৌসূমে দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার হরিষকূল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ২১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এর আগে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জরিপ করে শীতার্ত মানুষদের তালিকা তৈরি ও উপকারভোগী কার্ড বিতরণ করে নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা ইউনিটের যুব প্রধান মো: রকিবুল হাসান, প্রশাসন, সংগঠন ও সংগ্রহ বিভাগীয় প্রধান আদনান সামি, দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান রিজান আমিন এবং উপ প্রধান আলিশান।
আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির লেভেল প্লেয়িং অফিসার আকতার হোসেন মিঠু ও নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা এর সকল যুব সদস্যরা।
মন্তব্য করুন