ঢাকার নবাবগঞ্জে বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামে অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ বিপ্লব হোসেন (২৮) নামে একাধিক মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিপ্লব ওই এলাকার আক্কেল আলী চৌকিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের শেখ মোশারফের বালু ভরাটের জায়গার সামনে বিপ্লব সহযোগিদের নিয়ে মাদক বেচাকিনি করছে এমন সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার এসআই রাজিবুল ইসলাম, এসআই শফিকুল ইসলাম ও এসআই মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে গেলেও ধরা পরেন কুখ্যাত সন্ত্রাসী বিপ্লব হোসেন। এসময় তাহার হেফাজত থেকে ৮০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। মাদকের সাথে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামিকে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন