সনাতন ধর্মীয় ভাবগাম্বীর্যে ঢাকার নবাবগঞ্জের কেতু চাঁন সংঘের উদোগে নবনির্মিত সাধক কেতু চাঁন বাউলের নাট মন্দিরের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা বাউল বাড়ির আঙ্গিনায় এ মণ্ডপ নিমার্ন করা হয়।
বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কেতু চাঁন সংঘের সভাপতি নীল কমল বাউল, সাধারণ সম্পাদক হরিচাঁন বাউল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সনাতন ধর্মীয় আরতি নৃত্যে ভক্তবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করেন।
একই দিনে কেতুচাঁন সংঘের আয়োজনে অনুষ্ঠানস্থলে শ্রীশ্রী রক্ষাকালীর বার্ষিক পূজা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ ও পরের দিন সুর্যোদয় থেকে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন