পৌষ সংক্রান্তি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা। গতকাল বুধবার বিকেলে এ প্রতিযোগিতা উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্র খোলা কালি মন্দিরের মাঠে অনুষ্ঠিত হয়। ৪০০ বছর ধরে এ অঞ্চলে এলাকাবাসীর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তের পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো, গ্রাম্য মেলা, গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অন্যতম। চন্দ্রখোলা গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী গরুর দৌড় ও ৪ দিনব্যাপী গ্রাম্য মেলার আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়। নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেঁড়া প্রতিযোগিতা দেখতে আসে। দুপুরের আগেই মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্যমেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।
স্থানীয় বাসিন্দা অমলেশ মন্ডল জানান, প্রায় ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর এই দিনে এ উৎসব পালন করা হয়।
মন্তব্য করুন