ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে নয়নশ্রী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাস্বেবকলীগের সভাপতি সাইদুর কবির সুমন (৪০) এবং আওয়ামী লীগ নেতা মো. মুক্তার সিকদার খৈমদ্দিন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নয়নশ্রীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউপি সদস্য সাইদুল কবির সুমন স্থানীয় আবুল বাশারের ছেলে এবং মুক্তার সিকদার খৈমদ্দিন একই এলাকার জহির উদ্দিন সিকদারের ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদেরকে বৃহস্পতিবার কোর্টে পাঠানো হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন