ঢাকার নবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এর আয়োজন করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলার বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হাসান লিটু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহসিন উদ্দিন পলাশ, মহসিন রহমান আকবর, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব সহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া শেষে নবাবগঞ্জ উপজেলায় শোক বইয়ে স্বাক্ষর খন্দকার আবু আশফাক। এ ছাড়াও দোহার ও নবাবগঞ্জ উপজেলার মসজিদ ও মাদ্রাসাগুলোতে জুমা বাদ প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়াও মোনাজাত করা হয়।