দৌড়ে এগিয়ে চলি, মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার সকালে নবাবগঞ্জ রানার্স আয়োজিত প্রতিযোগিতায় নারী পুরুষ ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
১০ কিলোমিটার এ প্রতিযোগিতা সকাল ৬টা ৪০ মিনিটে নবাবগঞ্জ কেন্দ্রীয় মিনার থেকে শুরু হয়ে শোল্লা রানীখালি ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার গিয়ে আবার একই পথে ফিরে শহীদ মিনারে এসে দৌড় সম্পন্ন হয়।
এসময় অতিথিরা বলেন, তরুণ সমাজের মধ্যে শারিরীক সুস্থতা ও মাদক থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রতিযোগিতা। আগামীতেও এমন আয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হযরত আলী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. হযরত আলী। এছাড়া গেস্ট অফ অনার হিসেবে ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সাগর ও ব্যবসায়ী আরিফুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদক, বাগমারা বাজার বণিক সমিতি সভাপতি ডেন্টিস্ট সাদ্দাম আহমেদ, সমাজ সেবক বোরহান উদ্দিন, অনির্বান সরকার, ঝন্টু মোল্লা, শেখ তারিফ, মামুন শেখ, ব্যাংকার সারোয়ার জামান সম্রাট, ডাঃ নূর হোসেন শ্রাবণ, জাহিদ বাবু, শাহীন শরিফ, ম্যারাথন রানার কামরুজ্জামান নিপুন ও ক্রীড়ানুরাগী আবদুল্লাহ মাহমদ।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী অংশগ্রহণকারীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। নবাবগঞ্জ ইছামতি ছাত্র সংগঠনের সার্বিক সহযোগিতায় এবং জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ও নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার সৌজন্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।