ঢাকার দোহারে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নোমাডিকের সদস্য সুজন মিয়ার নিজ বাড়িতে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের আয়োজনে এ শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় নয়াবাড়ি ইউনিয়নের প্রায় ৪ শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়।অনুষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ওসমান হাদীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোমডিক ও এনকে বি’ ও সদস্যরা।
এ ধরনের মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।
মন্তব্য করুন