ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর উপজেলার বাগমারা বাজার সংলগ্ন জায়ামাতের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ শাখা।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসন (দোহার নবাবগঞ্জ) এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, বাহ্রা ইউনিয়ন আমীর মাওলানা কাজী মোকাররম হোসেন, জামায়াত নেতা মাহবুবুর রহমান, শাহাদাত হোসেন, রাকিবুল ইসলাম, ওহেদুল ইসলাম, জুবায়ের আহমেদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন