সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ( ডিআরইউ)। একইসঙ্গে হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
আজ শুক্রবার ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই শোক জানান। অতি দ্রুততম সময়ের মধ্যে হাদির হত্যাকারী ও নিদের্শ দাতাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে নেতৃবৃন্দ।
ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লার পাঠানো বিবৃতিতে বলা হয় , আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ও জুলাই যোদ্ধা ছিলেন। ঐতিহাসিক গণঅভ্যুত্থানে হাদিসহ ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের বিনিময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টা দিকে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় বিজয় নগরের কালভার্ট রোডে তিনি গুলিবিদ্ধ হন
মন্তব্য করুন