ঢাকার নবাবগঞ্জের শৈলা আফজালনগর সেন্ট্রাল ক্লাব আয়োজিক সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পয়ন হয়েছে জ্যাক সোহেল একাডেমী। মঙ্গলবার মহান বিজয় দিবসের দিনে জালালচরকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিস মানিকের নেতৃত্বে জ্যাক সোহেল একাডেমী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন। ফাইনালে জালালচরের মুখামুখি হয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯৫ রান সংগ্রহ করেন জ্যাক সোহেল একাডেমি। তবে নির্ধারিত ওভারে এ রান অতিক্রম করতে পারেনি জালালচরের খেলোয়াররা।
টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী ব্যবসায়ী ইউসুফ ইয়া মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন