ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা। শুক্রবার রাতে উপজেলা সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিলে ‘হাদি’র উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ‘হাদি ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ সহ নানা স্লোগান দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্ব ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা
মন্তব্য করুন