ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় নানা বাড়ি বেড়াতে এসে নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে সুমাইয়া আক্তার (১০) নামে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত সুমাইয়া উপজেলার গাজীরটেক এলাকার প্রবাসী মো. আকরামের মেঝু মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে নানাবাড়ি সুতারপাড়া এলাকায় বেড়াতে আসে সুমাইয়া। দুপুরে ঐ বাড়িতে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে তিন তলা ভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে তার নানা বাড়ির লোকজন সুমাইয়াকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় সে।
স্থানীয়রা জানান, নিহত সুমাইয়ার বাবা আজ সকালে দেশে ফিরবেন। এরপর বাদ জুম্মা জানাজা শেষে গাজিরটেক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মন্তব্য করুন