দেশের দারিদ্রতা কমাতে দক্ষ জনশক্তি তৈরির ওপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি–উদ্যোক্তা–এবং কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়াতে পারলে কর্মসংস্থান তৈরি হবে। কমে আসবে দারিদ্র্যের চাপ।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক চ্যালঞ্জ মোকাবেলায় বর্তমানে জনসংখ্যাই হতে পারে, সবচেয়ে বড় হাতিয়ার। তবে, এই জনসংখ্যাকে সেক্টর ভিত্তিক দক্ষ, যোগ্য করে গড়ে তুলতে হবে৷ ছোয়াবের এই সুধী সমাবেশে বক্তারা বলেন, দারিদ্র্য পিড়ীত দেশ, বৈশ্বিক সহযোগিতা এবং অনুদানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ভুমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ। অথছ সম্পদের সুষম বন্টনের মাধ্যমে দরিদ্রের অবস্থা শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব৷ তাই বেসরকারি সংস্থা হিসেবে ছওয়াবের কার্যক্রম দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এমন প্রত্যাশার কথা জানান সমাবেশে আগত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুধীরা। মানবিক কাজের পরিসর বৃদ্ধি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এই প্রতিষ্ঠান এমনটাই আশা করেন বক্তারা।
ছোয়াব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
ছোয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রমশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-এর মহা পরিচালক আশরাফ হোসেন
মন্তব্য করুন