ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকার নবাবগঞ্জের খানেপুর গ্রামের সন্তান ও দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. রাশিম মোল্লা। পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নতুন কমিটির সাথে তিনি দায়িত্ব বুঝে দেন। রোববার ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৬) কাছে বিদায়ী কমিটির পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময়
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
গত ৩০শে নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মো. রাশিম (রাশিম মোল্লা) নির্বাচিত হন।
মন্তব্য করুন