নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর আল-ফুরফান কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শেখ ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াদ ও নসিহত পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা আবুল বাশার (পিরোজপুরী)। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব আব্দুল মমিন সরকার।
বিশেষ আর্কষন হযরত হাফেজ মাওলানা ক্বারী মোজাম্মেল হক জামালী। বিশেষ বক্তা হিসেবে আরও ওয়াজ ও নসিহত পেশ করেন ইমাম ও খতিব বাইতুল নুরে জামে মসজিদ গালিমপুর হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সিদ্দিকী, এইচএম ওবায়দুল ইসলাম আরেফী।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টর কাজী সোহেল, সমাজ সেবক ফারুক খান, মো. শরীফ, বখতিয়ার হোসেন, মোনসের ফকির, ফরিদ তালুকদার, সোহেল রানা, শান্তিনগর আল-ফুরফান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আয়নাল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন