ঢাকার নবাবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার চূড়াইন ইউনিয়নের সোনাতলা বিলে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। দুপুরে পুকুরের মালিক জামায়াত নেতা রকিবুল ইসলাম মাছের এমন মৃত্যু দেখ হতভম্ব হয়ে পড়েন। রকিবুল উপজেলার সোনাতলা গ্রামের মাওলানা মতিউর রহমানের ছেলে।
ভুুক্তাভোগী বাংলাদেশ জামায়াত ইসলামের নবাবগঞ্জ উপজেলার যুববিভাগের আগলা গালিমপুর ও চূড়াইন ইউনিয়নের সভাপতি মো, রকিবুল ইসলাম বলেন, প্রায় ৭ বিঘা জমির উপর শতবর্ষী এ পুকুরে মাছ চাষই আমার আয়ের একমাত্র মাধ্যম। দুপুরে পুকুরে এসে দেখি সব মাছ মরে ভেসে উঠছে। অর্থনৈতিকভাবে তার ক্ষতি করার জন্য কেউ এমন ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
রকিবুল ইসলামের ব্যবসায়ী অংশীদার সোনাতলা গ্রামের ফিরোজ খান বলেন, আমার আরও একটা পুকুর আছে। সেই পুকুরে গত বছর বিষ প্রয়োগ করে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি করেছে দূর্বত্তরা। এবছর এই পুকুরে বিষ প্রয়োগ করেছে। এঘটনায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জ্যাকি বলেন, বিষয়টি জানতে পেরেছি এবং তাদের থানায় অভিযোগ করতে বলেছি। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন