ঢাকার নবাবগঞ্জে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী। বক্তব্যে তরুণদের খেলাধুলার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান।
মন্তব্য করুন