টাইফয়েড জ্বর থেকে সকল শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী টিকাদান শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় ঢাকার নবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৯ থেকে ১৫ বছরের কম বয়সী উপজেলার শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে উপজেলার প্রাকপ্রাথমিক থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নিয়ে এক আলোচনা সভা করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকবর্তা ডা. এস,এম, সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন