বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমোদিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট দল “নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি”-এর সভাপতি হিসেবে অফিসিয়াল দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের অন্যতম সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক খন্দকার মাহমুদ আরশীন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আরশীন দেশের ক্রীড়াঙ্গনে একজন সংগঠক হিসেবে কাজ করে আসছেন। মাঠপর্যায়ে খেলোয়াড় তৈরি, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন এবং তরুণদের ক্রীড়ায় সম্পৃক্ত করার মাধ্যমে তিনি ক্রীড়ার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইতিমধ্যে নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির উদ্যোগে বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, যা স্থানীয় ক্রীড়াবিদ, অভিভাবক ও ক্রীড়া অনুরাগীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে খন্দকার মাহমুদ আরশীন বলেন দোহার-নবাবগঞ্জের প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের জন্য পেশাদার মানের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ঢাকার এত কাছাকাছি থাকা সত্ত্বেও আমরা এখনো জাতীয় পর্যায়ে আমাদের ছেলে-মেয়েদের খেলার সুযোগ তৈরি করতে পারিনি যা সত্যিই দুঃখজনক। তাই তৃণমূলের উদীয়মান ক্রিকেটারদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। তিনি আরোও জানান, আমি দোহার-নবাবগঞ্জে ক্রিকেটের প্রসার ও উন্নয়নের জন্য বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সাথে ইতিমধ্যে বৈঠক করেছি, যাতে করে নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে একটি দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও প্রতিযোগিতামূলক ক্রিকেট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়
মন্তব্য করুন